কোলাপুর: মহারাষ্ট্রের কোলাপুরে পঞ্চগঙ্গা নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২ জন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।

পুলিশ জানিয়েছে, বাসটি রত্নাগিরি থেকে কোলাপুর যাচ্ছিল। যাত্রী ছিলেন জনাপনেরো। রাত পৌনে বারোটা নাগাদ ১৩০ বছর বয়সি শিবাজি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরেই ডিভাইডার ভেঙে ১০০ ফুট নীচে নদীতে গিয়ে পড়ে বাসটি।

যাত্রীরা আসছিলেন পুনের বালেওয়াড়ি থেকে, গণপতিপুলে এলাকায় যাচ্ছিলেন তাঁরা।

দুর্ঘটনার কথা স্থানীয় মানুষ প্রশাসনকে জানান। শুরু হয় তল্লাশি ও উদ্ধার কাজ। তল্লাশি এখনও চলছে। ঘটনাস্থলে রয়েছেন স্থানীয় পুলিশ কর্তারা।