নয়াদিল্লি: ২০১৩ থেকে এখনও পর্যন্ত পাকিস্তানের জেলে বন্দি ১৩ জন ভারতীয়র মৃত্যু হয়েছে। বুধবার লোকসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং।

 

সম্প্রতি লাহোরের জেলে কৃপাল সিংয়ের মৃত্যু হয়েছে। ভারত এই ঘটনার তদন্ত দাবি করেছে। এদিন লোকসভায় ভি কে সিং জানিয়েছেন, গত তিন বছরে এবং চলতি বছরের প্রথম চার মাসে বিভিন্ন দেশের জেলে বন্দি ৪৯ জন ভারতীয়র মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে পাকিস্তানের জেলে।

 

কৃপালের মৃত্যুর ঘটনা নিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। পাকিস্তানের দাবি, হৃদরোগে মৃত্যু হয়েছে কৃপালের। যদিও ভারত এই দাবি মানতে নারাজ। পাকিস্তানের জেলে বন্দি থাকা ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন ভি কে সিং।