শ্রীনগর: ফের জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর ওপর একদিনে একাধিক হামলা চালাল জঙ্গিরা। তিনটি ঘটনায় আহত ১৩ জওয়ান। লুঠ করা হয়েছে বাহিনীর অস্ত্রও।


মঙ্গলবার প্রথম হামলাটি হয় পুলওয়ামা জেলায়। খবরে প্রকাশ, ত্রালের লাদিয়ার গ্রামে অবস্থিত সিআরপিএফের ১৮০ নম্বর ব্যাটালিয়নের শিবির লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা।


হামলায় ১০ জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বাহিনীর এক কর্তা জানান, জঙ্গিরা শিবিরের ভিতর গ্রেনেড বিস্ফোরণ ঘটালে, স্প্লিন্টারের ঘায়ে আহত হন জওয়ানরা।


আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। পাশাপাশি, শিবিরকে চারদিক থেকে ঘিরে ফেলে চিরুনি-তল্লাশি চালানো হচ্ছে।


এর কয়েক ঘণ্টার মধ্যেই অনন্তনাগে ফের জঙ্গি নিশানার মুখে পড়ে নিরাপত্তাবাহিনী। সেখানে আঞ্চিদোরায় অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতির বাসভবনের সামনে প্রহরারত জওয়ানদের ওপর আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। দুই পুলিশকর্মী আহত হন। তাঁদের থেকে চারটি অস্ত্র লুঠ করে পালায় জঙ্গিরা।


অন্যদিকে, পুলওয়ামার পদগামপোরায় আরেকটি সিআরপিএফ শিবিরে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। তবে, এখানে হতাহত কেউ হননি। পাশাপাশি, পুলওয়ামা থানার সামনেও একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তাতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।


এদিনের হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন আল-উমর মজাহিদিন ও জয়েশ-ই-মহম্মদ গোষ্ঠী।


প্রসঙ্গত, গত তিনদিনে উপত্যকায় এই নিয়ে পাঁচটি হামলার ঘটনা ঘটল। এরমধ্যে ত্রালে গত দুদিনে দুটি হামলার ঘটনা। গতকালও সিআরপিএফ শিবিরের কাছে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেখানে ২ জওয়ান আহত হয়েছিলেন।


তার আগের দিন শ্রীনগরের সরফ কদালে পুলিশ পিকেটে জঙ্গিরা গ্রেনেড হামলা চালালে সেখানেও তিন পুলিশকর্মী আহত হন।