গুরুগ্রাম: ২০১২ সালে মানেসরের কারখানায় মারুতি কর্তাকে পুড়িয়ে খুন করার দায়ে ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিল আদালত। এছাড়া আরও ১৮ জনের বিরুদ্ধে ভাঙচুর, হিংসা ছড়ানো এবং খুনের চেষ্টার অভিযোগ ছিল। তাঁদের প্রত্যেককে দোষী সাব্যস্ত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি আর পি গোয়েল। এদের মধ্যে চার জনের ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ১৪ জনকে ২,৫০০ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এ মাসের ১০ তারিখ মানেসরের কারখানায় হামলার ঘটনায় মারুতির ৩১ জন প্রাক্তন কর্মীকে দোষী সাব্যস্ত করে আদালত। ১১৭ জনকে নির্দোষ বলে ছাড় দেওয়া হয়েছে।