নয়াদিল্লি: আফগানিস্তানে মার্কিন ‘মোয়াব’ বোমা হানায় নিহত অন্তত ১৩ সন্দেহভাজন ভারতীয় ইসলামিক স্টেট জঙ্গি। এমনই খবর প্রকাশ করেছে আফগান সংবাদমাধ্যম।
শীর্ষ আফগান নিরাপত্তা আধিকারিককে উদ্ধৃত করে ওই সংবাদসংস্থার দাবি, ১৩ জন ভারতীয় দয়েশ জঙ্গি ওই হামলায় মারা গিয়েছে। প্রসঙ্গত, আফগান ও আরব দেশে ইসলামিক স্টেট (আইএস) দয়েশ নামেই পরিচিত।
সংবাদমাধ্যমের আরও দাবি, ওই আধিকারিক জানিয়েছেন, ১৩ জন আইএস কম্যান্ডারও নিহত হয়েছে মার্কিন হানায়। এদের মধ্যে অন্তত দুই কম্যান্ডার ভারতীয়। এরা হল -- মহম্মদ ও আল্লাহ গুপ্ত।
যদিও, কাবুলে ভারতীয় কূটনৈতিক মহল থেকে এই খবরের সত্যতার যাচাই করা সম্ভব হয়নি। নয়াদিল্লিতে কেন্দ্রের এক উচ্চপদস্থ কর্তাও জানান, হামলায় কোনও ভারতীয়র নিহত হওয়ার খবর নেই।
যদিও, যে ভারতীয়রা আইএস-এ যোগ দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। প্রত্যেকের পরিবারও জানিয়েছে, তাদের কাছে কোনও খবর নেই।
প্রসঙ্গত, গত ১৪ তারিখ পূর্ব আফগানিস্তানের অচিন প্রদেশে আইএস-এর খোরাসান মডিউলের ঘাঁটিতে বিশালকায় বোমা নিক্ষেপ করে। ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বম্ব’ বা মোয়াব নামে এই বোমাটি জিবিইউ-৪৩বি নামে পরিচিত।
মার্কিন প্রশাসনের দাবি, এটিই বিশ্বের সর্ববৃহৎ অ-পারমাণবিক বোমা। এই জন্য এই বোমাকে ‘মাদার অফ অল বম্বস’ বলেও উল্লেখ করা হয়। জানা গিয়েছে, বোমাটির ওজন সাড়ে ২১ হাজার পাউন্ড।