চণ্ডীগড়: মাত্র ১৩ বছর বয়সেই একটি রোবট তৈরি করেছে বলে দাবি চণ্ডীগড়ের বাসিন্দা বছর ১৩-র তুষার সারিনের।

অষ্টম শ্রেণির ছাত্র সারিনের দাবি, তাঁর তৈরি করা রোবটটি ডুয়াল টোন মাল্টি ফ্রিকোয়েন্সি(ডিটিএমএফ)-র সাহায্যে সেল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।

সারিন জানিয়েছে, রোবটটি নিয়ন্ত্রণ করতে দুটি মোবাইল ব্যবহার করা হয়। এরমধ্যে একটির সঙ্গে সরাসরি যুক্ত রোবটটি। তার কাজ কল রিসিভারের মতোই। এবং অপরটি ব্যবহৃত হয় রিমোট কন্ট্রোলের মতো সিগন্যাল পাঠাতে।

 রোবটটি কীভাবে কাজ করবে, তা নিজেই করে দেখায় সারিন।

রোবটেই থেমে থাকেনি সারিন। সে জানিয়েছে, এধরনের বেশ কিছু কাজ তার মাথায় রয়েছে। একটি ফায়ার অ্যালার্ম এবং একটি স্মোক সেন্সর তৈরি করছে সে। প্রকাশ্যে এইসব যন্ত্র বসিয়ে তার ব্যবহারিক প্রয়োগ করে দেখাতে চায় সারিন।