মুজফফরনগর: উত্তরপ্রদেশের মুজফফরনগরের এক গ্রামে ১৩ বছরের একটি মেয়েকে নিজের ক্লিনিকে তিনদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। গতকাল কোনওক্রমে বন্দিদশা থেকে পালিয়ে এসে মেয়েটি তার বাবাকে সমস্ত ঘটনা জানায় বলে সার্কেল অফিসার (সিও) এসকেএস প্রতাপ জানিয়েছেন।
মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসক সোনু ভার্মাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তর ক্লিনিকটিও সিল করে দেওয়া হয়েছে। ক্লিনিক থেকে বেশ কিছু আপত্তিকর জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে বলে প্রতাপ জানিয়েছেন।
সিও বলেছেন, ওষুধ আনতে ক্লিনিকে গিয়েছিল ওই নাবালিকা।তখনই অভিযুক্ত তাকে আটকে দেয়। মেয়েটির বাবার অভিযোগ, মাদক খাইয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয়।
অভিযোগকারী জানিয়েছেন, মেয়ে নিখোঁজ হওয়ার পর তিনি ও গ্রামবাসীরা খোঁজাখুজি শুরু করেছিলেন।
এসও জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং নির্যাতিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
উত্তরপ্রদেশে তিনদিন ক্লিনিকে আটকে রেখে ১৩ বছরের মেয়েকে ধর্ষণ, গ্রেফতার চিকিৎসক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Apr 2018 12:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -