ইম্ফল: আজ মণিপুর বিধানসভায় শক্তিপরীক্ষা। তার আগে গুরুত্বপূর্ণ সাফল্য পেল বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট। ইউনাইটেড নাগা কাউন্সিল বা ইউএনসি-র সঙ্গে বোঝাপড়ায় এসে চার মাসের বেশি সময় ধরে চলা অর্থনৈতিক অবরোধ তুলিয়ে নিয়ে সক্ষম হল তারা।
ইম্ফল-ডিমাপুর ও ইম্ফল-শিলচর হাইওয়েতে ১৩৯দিন ধরে চলে এই অবরোধ। নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা ট্রাকের পর ট্রাক ঢুকতে পারেনি মণিপুরে, আসল দামের থেকে অনেক চড়া দামে জিনিসপত্র কিনতে বাধ্য হন মানুষ। ফলে গতকাল মাঝরাত থেকে অবরোধ উঠে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন নাভিশ্বাস উঠে যাওয়া মণিপুরের বাসিন্দারা।
মণিপুরের পূর্বতন কংগ্রেস সরকার কয়েকটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় সড়ক আটকে দিয়ে অবরোধে যায় ইউএনসি। তাদের অভিযোগ ছিল, এর ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে নাগারা যে সব এলাকায় বাস করে আসছেন, সেগুলো ভাগ হয়ে যাবে, ক্ষুণ্ণ হবে নাগা স্বার্থ। ওই জেলা গঠনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলে তারা, জানিয়ে দেয়, তা না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া হবে।
এন বীরেন সিংহ সরকার জানিয়েছিল, ক্ষমতায় আসার পর তাদের প্রথম কাজ, দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক অবরোধ তোলার ব্যবস্থা করা। সেইমতো সেনাপতি এলাকায় ইউএনসি সদর দফতরে সদ্য গঠিত বিজেপি সরকার বৈঠকে বসে এই নাগা গোষ্ঠীর সঙ্গে। কেন্দ্রের উপস্থিতিতে রাজ্য তাদের আশ্বাস দেয়, সব পক্ষের সঙ্গে আলোচনা না করে নতুন জেলা গঠন হবে না। এরপর ইউএনসি জানিয়ে দেয়, গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনার পরিবেশ গড়ে তুলতে অবরোধ তুলে নেওয়া হবে। তখনই বাজি ফাটিয়ে শুরু হয় উৎসব।
এক মাসের মধ্যে পরবর্তী বৈঠক হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
অবশেষে মণিপুরে উঠে গেল ১৩৯দিনের অর্থনৈতিক অবরোধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Mar 2017 07:34 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -