চাতরা: ঝাড়খণ্ডের চাতরা জেলায় ধর্ষিতা তরুণীকে পুড়িয়ে মারার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ। মূল অভিযুক্ত ধনু ভুঁইয়া সহ ৬ জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তাদেরও দ্রুত গ্রেফতার করা যাবে বলে আশাবাদী ডেপুটি কমিশনার জিতেন্দ্র কুমার সিংহ। তিনি জানিয়েছেন, এই ঘটনার তদন্তের জন্য ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, সমাজে এই ধরনের ভয়াবহ কাজের কোনও স্থান নেই। অপরাধীদের রেহাই দেওয়া হবে না। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মেয়েটির পরিবারের লোকজনের অভিযোগ, বৃহস্পতিবার তাকে ধর্ষণ করে ধনু। পঞ্চায়েতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। গতকাল পঞ্চায়েত ধনুকে ৩০ হাজার টাকা জরিমানা করে এবং ১০০ বার ওঠ-বস করতে বলে। সে এই সাজা মানতে অস্বীকার করে। মেয়েটির বাড়িতে চড়াও হয়ে তার বাবা-মাকে বেধড়ক মারধর করে ধনু ও তার সঙ্গীরা। এরপর তারা মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দেয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। মেয়েটির সঙ্গে ধনুর সম্পর্ক ছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।