নয়াদিল্লি: মহেশতলা বিধানসভার পাশাপাশি দেশের ৪টি লোকসভা কেন্দ্র ও ৯টি বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন চলছে। লোকসভাগুলির মধ্যে রয়েছে উত্তর প্রদেশের কৈরানা, মহারাষ্ট্রের ভাণ্ডারা-গোন্ডিয়া ও পালঘর কেন্দ্র। নাগাল্যান্ডের একমাত্র লোকসভা আসনেও আজ ভোট চলছে।
বিধানসভা ভোট চলছে কেরল, উত্তর প্রদেশ, কর্নাটক, মেঘালয়, ঝাড়খণ্ড, বিহার, পঞ্জাব ও উত্তরাখণ্ডে।
এই ৪টি লোকসভা লোকসভা আসনই এতদিন বিজেপির ঝুলিতে ছিল। এগুলির মধ্যে কৈরানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অখিলেশ যাদবের আমলে এই জায়গা থেকে হিন্দুদের বিতাড়িত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। গোরক্ষপুর ও ফুলপুরের পর এই আসনেও এককাট্টা বিরোধীরা বিজেপির বিরুদ্ধে লড়ছে। কৈরানা থেকে জয়ী বিজেপি সাংসদ হুকুম সিংহের মৃত্যুর জেরে এখানে ভোট হচ্ছে। তারা এখানে দাঁড় করিয়েছে প্রয়াত সাংসদের মেয়ে মৃগাঙ্কা সিংহকে। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন রাষ্ট্রীয় লোক দলের তবস্সুম হোসেন। কংগ্রেস, সপা ও বসপা সমর্থন করেছে তাঁকে।
এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুর ও উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের কেন্দ্র ফুলপুর লোকসভা উপনির্বাচনে একজোট বিরোধীদের বিরুদ্ধে হেরেছে বিজেপি। গত ৪ বছরে পরপর হারের জেরে লোকসভায় তাদের শক্তি ২৮২ থেকে কমে দাঁড়িয়েছে ২৭২-এ।
মহারাষ্ট্রে ভাণ্ডারা-গোন্ডিয়া ও পালঘর লোকসভা কেন্দ্রে লড়াই মূলত বিজেপি ও শিবসেনার মধ্যে। নাগাল্যান্ডের একমাত্র লোকসভা আসনটি ছিল বর্তমান মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর দখলে। তিনি মুখ্যমন্ত্রী হওয়ায় ক্ষমতাসীন পিপলস ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এই আসন থেকে দাঁড়করিয়েছে প্রাক্তন মন্ত্রী তোখেহো ইয়েপথোমিকে। তাঁর বিরুদ্ধে লড়ছেন নাগা পিপলস ফ্রন্টের প্রার্থী সি আপোক জামির।
মহেশতলা ছাড়াও দেশের ১৩টি কেন্দ্রে চলছে উপনির্বাচন, কৈরানা কেন্দ্রে ইভিএম নিয়ে একাধিক অভিযোগ
ABP Ananda, Web Desk
Updated at:
28 May 2018 01:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -