উত্তরপ্রদেশে ট্রেনের সঙ্গে স্কুল ভ্যানের সংঘর্ষ, মৃত ১৩ পড়ুয়া সহ ১৪
ABP Ananda, web desk | 25 Jul 2016 07:01 AM (IST)
লখনউ: সেই রক্ষীবিহীন লেভেল ক্রসিং। দ্রুত স্কুল পৌঁছনোর তাগিদে লাইনের ওপর উঠে এসেছে স্কুল ভ্যান। বিদ্যুৎগতিতে ছুটে এল বারাণসী- এলাহাবাদ প্যাসেঞ্জার। মুহূর্তে টুকরো টুকরো হয়ে গেল ১৩ খুদে ছাত্রছাত্রী। দুর্ঘটনায় ভ্যান চালকেরও মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় এক প্রহরীবিহীন রেলওয়ে লেভেল ক্রসিংয়ে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। আরও ৬জন ছাত্রছাত্রী হাসপাতালে ভর্তি। জানা গেছে, স্কুল ভ্যানটি স্থানীয় টেন্ডার হার্ট স্কুলের। তাতে মোট ১৯জন ছাত্রছাত্রী ছিল। দুর্ঘটনাটি ঘটেছে বারাণসী- এলাহাবাদ রেল বিভাগে, মাধো সিংহ রেল স্টেশনে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রেন আসছে বলে গ্যাং ম্যান সতর্ক করলেও গাড়ি নিয়ে ভ্যান চালক রেল লাইনে উঠে যায়। তারপরেই এই ঘটনা।