জম্মু: জম্মুতে লাইন অফ কন্ট্রোল (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে বসবাসকারী মানুষের সুরক্ষার স্বার্থে মাটির তলায় ১৪,৪০০ বাঙ্কার তৈরি করার বিষয়টি অনুমোদন করল কেন্দ্রীয় সরকার। বাঙ্কারগুলি তৈরি করতে মোট খরচ হবে ৪১৫.৭৩ কোটি টাকা। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বিধানসভায় লিখিত জবাবে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, গত ডিসেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রক বাঙ্কার তৈরির বিষয়ে ছাড়পত্র দিয়েছে। কাজ শুরুর আগে বিভিন্ন শর্ত পূরণ করার জন্য পদক্ষেপ করা হচ্ছে।

মেহবুবা আরও বলেছেন, সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরের অঞ্চল পর্যন্ত বাঙ্কার তৈরির জন্য সব নিয়ম জানতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। সীমান্ত ছাউনির কাছে কোন বাঙ্কারগুলিকে প্রাধান্য দেওয়া হবে, সেটাও রাজ্য সরকারের কাছ থেকে জানতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। জানানো হয়েছে, প্রতিটি বাঙ্কার সীমান্ত থেকে তিন কিলোমিটার দূরে তৈরি করতে হবে। প্রথম প্রাধান্য দেওয়া হবে শূন্য থেকে এক কিলোমিটারের মধ্যে থাকা বাঙ্কারগুলিকে। দ্বিতীয় প্রাধান্য দেওয়া হবে এক থেকে দুই কিলোমিটারে মধ্যের বাঙ্কারগুলিকে এবং তৃতীয় প্রাধান্য দেওয়া হবে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে তৈরি হওয়া বাঙ্কারগুলিকে। পুনর্বাসন ও ত্রাণ বিষয়ক নিরাপত্তা সংক্রান্ত তহবিল থেকে বাঙ্কার তৈরির খরচ দেওয়া হবে। অন্য কোনও তহবিল বা প্রকল্প থেকে বাঙ্কার তৈরির খরচ দেওয়া হবে না।