দুবাই: ১৫ মাস পার হলেও, এখনও চলছে বাতিল হওয়া পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট প্রসেসিংয়ের কাজ। এমনটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


তথ্য জানার অধিকারের আওতায় করা আবেদনের জবাবে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, বাতিল হওয়া নোটগুলি আসল না নকল এবং তার আঙ্কিক নির্ভুলতা যাচাই করার কাজ চলছে। আরবিআই জানিয়েছে, গত ২০১৭ সালের ৩০ জুনের হিসেব অনুযায়ী, ১৫.২৮ লক্ষ কোটি মূল্যের পুরনো নোট ফেরত এসেছে।


যদিও, কবে নাগাদ এই গণনা ও যাচাইয়ের কাজ সম্পন্ন হবে, তা সঠিক করে বলতে পারেনি শীর্ষ ব্যাঙ্ক। আরবিআই জানিয়েছে, অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কাজ করা হচ্ছে। এর জন্য ৫৯টি অত্যাধুনিক কারেন্সি ভেরিফিকেশন অ্যান্ড প্রসেসিং মেশিন (সিভিপিএস) পুরোদমে কাজে লাগানো হয়েছে। পাশাপাশি, আরও ৭টি মেশিন লিজ নেওয়া হয়েছে।


প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ নভেম্বর, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।