সুরাত: ছোট্ট একটা প্যাকেট। পড়ে ছিল সারি বেঁধে দাঁড়িয়ে থাকা মোটরবাইকের পিছনে। তাতেই ছিল হিরে, ৪৫ লক্ষ টাকার।
সেই হিরে সুরাটের ডায়মন্ড অ্যাসোসিয়েশনের হাতে তুলে দিয়েছে ১৫ বছরের কিশোর বিশাল উপাধ্যায়। বিশাল ও তার বাবা, স্থানীয় নিরাপত্তারক্ষী ফুলচাঁদকে সুরাট ডায়মন্ড অ্যাসোসিয়েশন আজ সংবর্ধনা দিয়েছে। জানিয়েছে, ১ বছরের জন্য বিশালের পড়াশোনার খরচ দেবে তারা।
ওই হিরে গত রবিবার হারিয়ে ফেলেন স্থানীয় হিরে ব্যবসায়ী মনসুখভাই সাভালিয়া। সেফ ডিপোজিট ভল্ট থেকে কয়েকটি হিরের প্যাকেট নিয়ে বেরিয়ে আসেন তিনি। তখনই ৪৫ লাখ টাকা মূল্যের একটি প্যাকেট তাঁর পকেট থেকে পড়ে যায়। পরে ক্রিকেট খেলতে খেলতে বিশাল সেখানে চলে যায়, দেখতে পায় প্যাকেটটি। কাউকে কিছু না বলে তা নিয়ে বাড়ি চলে আসে।
এর মধ্যে মনসুখভাই অবশ্য তাঁর হারানো হিরের খোঁজ পাওয়ার যত দূর সম্ভব চেষ্টা করেন। কিন্তু সেফ ডিপোজিট ভল্ট বন্ধ থাকায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখতে পাননি তিনি। স্বাধীনতা দিবসের জন্য সোম ও মঙ্গলবার স্থানীয় হিরে বাজার বন্ধ ছিল। বুধবার বিশালের বাবা ফুলচাঁদ ওই হিরে তুলে দেন ডায়মন্ড অ্যাসোসিয়েশনের হাতে।
গুজরাতে ৪৫ লাখের হিরে ফেরত দিল নিরাপত্তারক্ষীর ১৫ বছরের ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2017 08:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -