কোল্লাম: ক্লাসে কথা বলেছিল সে। তাই শিক্ষকরা তাকে বকাবকি করেন, হুমকি দেন, বোর্ডের পরীক্ষা দিতে দেবেন না। অপমানিত মেয়েটি শুক্রবার লাফিয়ে পড়ে স্কুলেরই চারতলা থেকে। আজ সকালে তার মৃত্যু হয়।


কেরলের কোল্লাম জেলায় ঘটেছে এই ঘটনা। ১৫ বছরের মেয়েটি পড়ত ট্রিনিটি লাইসিয়াম নামে আইসিএসই স্কুলের দশম শ্রেণিতে। ওই স্কুলেরই ছাত্রী ছোট বোনকে সে বলেছিল, ক্লাসে কথা বলার জন্য শিক্ষকরা বকাবকি করেন তাকে।

অভিযোগ, তার ছোট বোনকে কোনও কারণে শাস্তিস্বরূপ শিক্ষকরা ছেলেদের মধ্যে বসতে দেন। এ নিয়ে দিদির কথা কাটাকাটি হয় শিক্ষকদের সঙ্গে। তাদের বাবা মা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন, শিক্ষকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করার কথা বলেন। স্কুল কর্তৃপক্ষ তাঁদের আশ্বাস দেয়, এমনটা আর হবে না।

সেদিনই দুই বোনকে বিদ্রুপ করে ঠাট্টা ইয়ার্কি করে তাদের বন্ধুরা। এ নিয়ে ঝগড়াও হয়। এরপর শিক্ষকরা আবার শাস্তি দেন দুই বোনকে। অভিযোগ, দশম শ্রেণির ওই ছাত্রীকে হুমকি দেওয়া হয়, বোর্ডের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। মানসিক চাপে বিধ্বস্ত, অপমানিত মেয়েটি এরপরই লাফ দেয় স্কুলের চারতলা থেকে।

তিরুঅনন্তপুরমের একটি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। আজ সকালে সেখানেই মারা গিয়েছে সে।

আত্মহত্যার প্ররোচনা দেওয়ার দায়ে স্কুলের ২ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের জেরা করা হচ্ছে।