বাড়িতে ঢুকে পড়ল দেড়শো-রও বেশি সাপ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 May 2016 03:39 AM (IST)
লখিমপুর খেরি: ঘরের মধ্যে কিলবিল করছে সাপ। এমন ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে সিঁটিয়ে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় এই ঘটনা ঘটেছে। ডেপুটি ইন্সপেক্টর আর কে রাই জানিয়েছেন, রাতে বাড়ির একটি দেওয়ালের নিচে গর্ত দিয়ে ঢুকে পড়েছিল দেড়শো-রও বেশি সাপ। পরে এক সাপুড়ের সাহায্যে সেগুলি ধরা হয় এবং জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সাপের ভয়ে বাড়িতে থাকতে পারননি সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা। তাঁরা প্রতিবেশীর বাড়িতে চলে যান। এ রকম অদ্ভূত ঘটনার কোনও ব্যাখ্যা এখনও পর্যন্ত পাওয়া যায়নি।