আলোয়ারে মারধর করে খুনের ঘটনায় বিজেপি ও সঙ্ঘ যোগ, ১৬ জনকে গ্রেফতার
ABP Ananda, web desk | 11 Apr 2017 05:19 PM (IST)
জয়পুর: রাজস্থানের আলোয়ারের গরু পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় বিজেপি ও সঙ্ঘ যোগ। ৬ অভিযুক্তকে চিহ্নিত করল পুলিশ।এদের মধ্যে একজন আরএসএসের প্রচারক। ২ অভিযুক্ত এবিভিপি নেতা। অভিযুক্তদের সন্ধান পেতে মাথাপিছু ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে রাজস্থান পুলিশ। উল্লেখ্য, গত ১ এপ্রিল গরু কিনে ফেরার পথে তথাকথিত গোরক্ষকরা হরিয়ানার বাসিন্দা পেহেলু খান সহ বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করে। মৃত্যু হয় ৫৫ বছরের পেহেলুর। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে অবশ্য ১১ জনকেই ধরা হয়েছে বেআইনিভাবে গরু পাচারের অভিযোগে। পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাত্র পাঁচ জনকে। পিটিয়ে মারার ঘটনা ও গরু পাচারের ঘটনায় ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার পারমল গুর্জর এ কথা জানিয়েছেন। পুলিশ অবশ্য ঘটনার দায় আক্রান্তদের ঘাড়েই চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। নিহতের পরিবার রসিদ দেখিয়ে দাবি করেছে, গরু কেনার প্রয়োজনীয় কাগজপত্র তাঁদের কাছে ছিল। কিন্তু পুলিশ বলেছে, গত ১ এপ্রিল ১৬ জন বেআইনিভাবে গরু পাচার করছিলেন। সেই সময় গোরক্ষকরা পাঁচ পাচারকারীকে ধরে ফেলে মারধর করে। প্রহৃতদের একজন গত ৩ এপ্রিল চিকিত্সা চলাকালে মারা যায়। প্রহৃত আরও চারজনের চিকিত্সা চলছে। বাকি ১১ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গুর্জর জানিয়েছেন, মারধরের ঘটনায় জড়িত অন্যান্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।