ভুবনেশ্বর: ওড়িশার কটকের তালাবাস্তা গ্রামে দুর্ভাগ্যজনক মৃত্যুর শিকার হল ১৬ দিনের এক শিশু। ১৬ দিনের ছোট্ট ছেলেটিকে তার বাবা মায়ের কাছ থেকে একটি হনুমান ছিনিয়ে নিয়ে যায়। আজ স্থানীয় কুয়োয় পাওয়া গিয়েছে তার দেহ।

জঙ্গলের ধারে তালাবাস্তা গ্রামের বাসিন্দা রমাকৃষ্ণ নায়েকের সন্তান ওই শিশুটি। শুক্রবার রাতে বাড়ির মধ্যে বাবা মায়ের কাছে ঘুমিয়েছিল সে। শনিবার ভোর ৬টা নাগাদ তার মা উঠে হাত মুখ ধুতে বাইরে যান। সে তখন ছিল তার বাবার পাশে। এই সময় ঘরে একটি হনুমান ঢুকে তুলে নিয়ে যায় শিশুটিকে।

খবর পেয়ে বনকর্মী ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়, তিনটি দল গড়ে শুরু হয় তল্লাশি অভিযান। সন্তানের নিরাপদ উদ্ধার প্রার্থনা করে গ্রামীণ দেবতার কাছে পুজোয় বসেন তার বাবা। কিন্তু সব আবেদন বিফলে যায়। আজ সকালে স্থানীয় কুয়ো থেকে উদ্ধার হয়েছে শিশুটির নিথর দেহ।

এই এলাকায় হনুমানের তাণ্ডব নতুন কিছু নয়। অল্পদিন আগে বেশ কয়েকজন বাসিন্দাকে হনুমানের দল জখম করেছিল। বারবার অভিযোগ সত্ত্বেও বন দফতর কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয় মানুষের অভিযোগ।