ভূবনেশ্বর: সেতু থেকে যাত্রীবোঝাই বাস পড়ে মারা গেলেন অন্তত ১৬ জন। আহত হয়েছেন কমপক্ষে ৩০। ঘটনাস্থল ওড়িশা।
সংবাদসংস্থা সূত্রে খবর, অঙ্গুল জেলার দেউলিঝরির কাছে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি বৌধ থেকে আথামালিক যাচ্ছিল। মাঝে পুরুনা মনিত্রীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায়।
মৃতদের মধ্যে চারজন মহিলাও রয়েছেন। আহতদের আথামালিকের কটি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় প্রশাসনিক কর্তারা। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
আহতদের বিনামূল্য চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়ে তিনি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছেন।
বাস দুর্ঘটনায় ওড়িশায় নিহত ১৬, আহত ৩০
Web Desk, ABP Ananda
Updated at:
09 Sep 2016 10:25 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -