শ্রীনগর: কাশ্মীরের বানিহালে ভয়াবহ বাস দুর্ঘটনা। পহলগাঁওয়ে যাওয়ার পথে খাদে পড়ল বাস। নিহত ১৭ অমরনাথ-তীর্থযাত্রী। জখম ২৯।
জঙ্গি হামলার ক্ষত শুকনোর আগেই এবার আরও এক ভয়াবহ দুর্ঘটনার কবলে অমরনাথযাত্রীদের বাস। যার জেরে প্রাণ গেল ১৭ পুণ্যার্থীর। আহত বহু।
রবিবার দুপুরে দুর্ঘটনটি ঘটে রামবান জেলার বানিহালের কাছে। পুলিশ সূত্রে খবর, ৩ হাজার ৬০৩ জন তীর্থযাত্রীকে এদিন যে কনভয় রওনা হয়, জম্মু-কাশ্মীর রাজ্য সড়ক পরিবহণ নগমের বাসটি সেই কনভয়ের মধ্যেই ছিল।
জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বানিহালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। বাসটি গড়িয়ে পড়ে গভীর খাদে।
খবর পেয়েই ছুটে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু গভীর খাদে বাসটি পড়ে যাওয়ায় বেশ বেগ পেতে হয় উদ্ধারকারীদের। নামানো হয় বায়ুসেনাকেও।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উড়িয়ে আনা হয় জম্মুতে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতা তীর্থযাত্রীরা উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, অসম, হরিয়ানা এবং মধ্য প্রদেশের বাসিন্দা।


[embed]https://twitter.com/rajnathsingh/status/886534813880000517[/embed]

https://twitter.com/rajnathsingh/status/886534074415824896

https://twitter.com/rajnathsingh/status/886534356281446401

https://twitter.com/HMOIndia/status/886559172325658626

হতাহতদের খবর নেওয়ার জন্য জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে হেল্পলাইন। দুর্ঘটনার খবর নিতে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল এনএন ভোরা এবং মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
পুণ্যার্থীদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে বলেন, বাস দুর্ঘটনায় অমরনাথ যাত্রীদের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

[embed]https://twitter.com/narendramodi/status/886530505994190848[/embed]

https://twitter.com/narendramodi/status/886530640757235713

অন্যদিকে, অমরনাথে তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলার ঘটনায় আরও এক মহিলার মৃত্যু। রবিবার শ্রীনগর হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলার। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৮ জন। গত ১০ জুলাই বাতেঙ্গুর কাছে অমরনাথ তীর্থযাত্রীদের একটি বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে।