মুম্বই: মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হল। আহত হয়েছেন ৩৩ জন।

 

রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা হয়। দ্রুতগতিতে ছুটে আসা একটি বাস সজোরে একটি গাড়িতে ধাক্কা মারে। এর ফলে বাসটি এবং দুটি গাড়ি ২০ ফুট গভীর খাদে পড়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাস এবং দুটি গাড়ি পুণের দিক থেকে আসছিল। একটি গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। সেই গাড়ির যাত্রীদের সাহায্য করার জন্য অন্য একটি গাড়ি দাঁড়িয়ে যায়। সেই সময় বাসটি এসে ধাক্কা মারে। নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৪ জন মহিলা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।