ওডিশার ময়ূরভঞ্জ জেলায় উদ্ধার ১৭ ফুটের কোবরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Apr 2018 09:33 AM (IST)
ময়ূরভঞ্জ: ওডিশার ময়ূরভঞ্জ জেলা থেকে উদ্ধার একটি ১৭ ফুটের অতিকায় কোবরা। ভয়ঙ্কর বিষধর সাপটিকে উদ্ধার করে সিমলিপাল জাতীয় উদ্যানে উদ্ধারকারী দল। পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। গতকাল ওই বিশাল সাপটিকে দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। তাঁরা সাপটিকে মেরে ফেলার চেষ্টা করেন। তাড়া খেয়ে সাপটি একটি গাছে উঠে পড়ে বলে জানা গিয়েছে। বন দফতরের আধিকারিকরা গাছ থেকেই সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।