ছত্তিশগড়ে শুকনো নদীখাতে বাস, মৃত বেড়ে ১৭
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2016 03:29 AM (IST)
রায়পুর: ছত্তিশগড়ের বলরামপুর জেলায় বাস দুর্ঘটনায় মারা গেলেন কমপক্ষে ১৭জন, আহত ৪৫। বেসরকারি ওই লাক্সারি বাসটি বুধবার রাতে রায়পুর থেকে প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের গাধওয়া এলাকায় যাচ্ছিল। তখন দলধোয়া ঘাট এলাকায় রাত সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, একটি বাঁকের মুখে বাসচালক আচমকা একটি মোটরসাইকেল আসতে দেখতে পান। আরোহীকে বাঁচানোর চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাক খেতে খেতে পড়ে যায় পাশের নদীখাতে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ১৭জনের মৃত্যু হয়েছে, ১৪জনের অবস্থা যথেষ্ট গুরুতর। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন, আহতদের সবরকম চিকিৎসাগত সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি।