লখনউ: উত্তরপ্রদেশে ফের ধুলোঝড়ে প্রাণ গেল ১৭ জনের। জখম অন্তত ১১। গাছ পড়ে এবং বাড়ি ধসে অধিকাংশ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশে সরকারের এক মুখপাত্র। তিনি আরও বলেছেন, ঝড়ের ফলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মোরাদাবাদে। এই জেলায় সর্বাধিক সাতজনের মৃত্যু হয়েছে। সম্ভালে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বদায়ুঁ, মুজফফরনগর ও মেরঠে দু’জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরোহায় একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সব জেলাশাসককে ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত মাসে উত্তরপ্রদেশে তিনবার ধুলোঝড় হয়। তাতে অন্তত ১৩০ জনের মৃত্যু হয়। ১৩ মে বরেলি, বারাবাঁকি, বুলন্দশহর, লখিমপুর খিরি সহ বিভিন্ন জেলায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়। ৯ মে ১৮ জনের মৃত্যু হয় এবং ২৭ জন জখম হন। ২ ও ৩ মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৮০ জনের মৃত্যু হয়। ফের প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত এই রাজ্য।
উত্তরপ্রদেশে ফের ধুলোঝড়, মৃত ১৭
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jun 2018 06:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -