নয়াদিল্লি: শনিবার দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চলে তিনটি পৃথক অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জনের মৃত্যু হল। এদিন সন্ধেয় বাওয়ানা সেক্টর ওয়ানের প্লাস্টিকের কারখানা, সেক্টর ফাইভের বাজির কারখানা ও সেক্টর থ্রি-তে তেলের গুদামে আগুন লাগে। তবে বাজি কারখানার আগুনেই ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দিল্লি সরকার উদ্ধারকার্যের উপর নজর রাখছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন কেজরীবাল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা আহতদের সবরকমভাবে সাহায্য করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিবকে। এইএমএস ট্রমা সেন্টারকেও সতর্ক থাকতে বলা হয়েছে। দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর জি সি মিশ্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘আমরা বাওয়ানা সেক্টর ওয়ানের প্লাস্টিকের কারখানা, সেক্টর ফাইভের বাজির গুদাম ও সেক্টর থ্রি-র তেলের গুদামে আগুন লাগার খবর পাই। সেক্টর ফাইভেই ১৭ জনের মৃত্যু হয়েছে। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।’ দমকল আধিকারিকরা আরও জানিয়েছেন, বাওয়ানা শিল্পাঞ্চলে আটকে পড়া বহু মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।