নয়াদিল্লি: সোমবারই শুরু হল সংসদে বাদল অধিবেশন। আর প্রথম দিনই ছড়াল উদ্বেগ। ১৭ জন সাংসদ করোনা পজিটিভ। সাংসদ মীনাক্ষী লেখি, অনন্ত কুমার হেগড়ে করোনা আক্রান্ত। সংক্রমিত সাংসদ প্রবেশ সাহিব সিংহও।
কড়া সুরক্ষাবিধির মধ্যে সোমবার সংসদে বাদল অধিবেশন শুরু হল। তবু অধিবেশনের প্রথম দিনই ১৭ জন সাংসদের করোনা রিপোর্ট পজিটিভ এল। বাদল অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংসদদের করোনা পরীক্ষা করানোর অনুরোধ করা হয়েছে। ১৩ এবং ১৪ সেপ্টেম্বর পার্লামেন্ট হাউসে করোনা পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টেই ধরা পড়ে, ১৭ জন সাংসদ করোনা আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে বিজেপি সাংসদের সংখ্যাই সব চেয়ে বেশি। ১২ জন বিজেপি সাংসদ করোনায় আক্রান্ত হয়েছেন। দু’জন আক্রান্ত ওয়াইএসআর কংগ্রেসের সদস্য। বাকি তিনজনের এক জন শিবসেনা, এক জন আরএলপি ও এক জন ডিএমকে–র সদস্য। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ট্যুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।
করোনায় আক্রান্ত ১৭ সাংসদ, বাদল অধিবেশনের প্রথম দিনেই ধাক্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Sep 2020 03:57 PM (IST)
১২ জন বিজেপি সাংসদ করোনায় আক্রান্ত হয়েছেন। দু’জন আক্রান্ত ওয়াইএসআর কংগ্রেসের সদস্য। বাকি তিনজনের এক জন শিবসেনা, এক জন আরএলপি ও এক জন ডিএমকে–র সদস্য।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -