নয়াদিল্লি: প্রবল বৃষ্টি, বন্যায় মধ্যপ্রদেশে ১৭ জনের মৃত্যু হয়েছে। তিনদিনের টানা বৃষ্টিতে সাগর, সাতনা জেলায় ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি। আহতের সংখ্যা বহু।

প্রশাসনিক আধিকারিক সূত্রে খবর, উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী। ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার। বন্যায় আটকে পড়েছেন বহু মানুষ। দুর্গতদের সাহায্যার্থে বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ত্রাণশিবির।

মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। বন্যা পরিস্থিতির মোকাবিলায় শনিবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।