জম্মু কাশ্মীরের উরি সেনা ক্যাম্পে হামলা, শহিদ ১৭ সেনা জওয়ান, খতম ৪ জঙ্গি
Web Desk, ABP Ananda | 18 Sep 2016 08:01 AM (IST)
শ্রীনগর: পঠানকোটের ধাঁচে জম্মু-কাশ্মীরের উড়িতে সেনা ছাউনিতে বড়সড় জঙ্গি হামলা। দফায় দফায় বিস্ফোরণ, গুলিবৃষ্টি। নিহত ১৭ জওয়ান। জখম ১৯ জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গুলির লড়াইয়ে খতম ৪ পাক জঙ্গি। সেনা সূত্রে খবর, আজ ভোর ৪ টে নাগাদ উড়িস্থিত সেনার দ্বাদশ ব্রিগেড হেডকোয়ার্টারে কম্যান্ড চেঞ্জ অর্থাৎ দায়িত্ব বদলের পর তখন তাঁবুতে ঘুমোচ্ছিলেন ডোগরা রেজিমেন্টের জওয়ানরা। সেসময়েই অতর্কিতে হামলা। সেনার পোশাক পরে ঢুকে পড়ে ৪ জঙ্গি। তাঁবু লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়তে শুরু করে তারা। সঙ্গে এলোপাথড়ি গুলি। জঙ্গিদের গ্রেনেড বিস্ফোরণে একের পর এক সেনা তাবুতে দাউদাউ করে আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় বেশ কয়েকজন জওয়ানের। পাল্টা গুলি চালাতে শুরু করে সেনা। শহিদদের মধ্যে ১৩ জন বিহার রেজিমেন্টের এবং ৪ জন ডোগরা রেজিমেন্টের। সকাল সাতটা নাগাদ ফের বিস্ফোরণের শব্দ। ৯টা পর্যন্ত দফায় দফায় শোনা যায় গুলির শব্দ। বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় সেনা ছাউনিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় শ্রীনগর-মুজফ্ফরাবাদ হাইওয়ের একাংশ। নামানো হয় প্যারা কম্যান্ডো। সেনার দ্বাদশ ব্রিগেড হেডকোয়ার্টারের ওপর চক্কর কাটতে থাকে কপ্টার। সকাল ৮টা নাগাদ আশপাশের রেজিমেন্ট থেকে ঘটনাস্থলে পৌঁছয় আরও বাহিনী। ৬ ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। এতে ৪ জঙ্গিরই মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেয় সেনা। সকাল পৌনে এগারোটা নাগাদ দমকল ভেতরে ঢুকে আগুন নেভায়। জখম সেনা জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ জানিয়েছেন, হামলাকারীরা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য। এরপরই ট্যুইটারে পাকিস্তানকে সরাসরি আক্রমণ শানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র। সেজন্য পাকিস্তানকে চিহ্নিত করে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। হামলার নিন্দা করে প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, নাশকতার নেপথ্যে যারা রয়েছে, তাদের কাউকে ছাড়া হবে না। এই হামলার জেরে রাশিয়া ও আমেরিকা সফর বাতিল করে জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিংহ টুইট করেন, হামলার ঘটনা নিয়ে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। গোয়া থেকে তড়িঘড়ি কাশ্মীরে পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর ও সেনাপ্রধান দলবীর সিংহ সুহাগ। আহত সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন তিনি। সেনা সূত্রে খবর, আরও এক জন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা।