বেঙ্গালুরুতে কিশোরীকে লজে আটকে দশ দিন ধরে গণধর্ষণ, গ্রেফতার ৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2017 09:27 AM (IST)
বেঙ্গালুরু: এক কিশোরীকে অপহরণ করে বেঙ্গালুরুর একটি লজে নিয়ে গিয়ে টানা ১০ দিন ধরে গণধর্ষণ করল চার দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গত ৪ নভেম্বর ১৭ বছরের ওই কিশোরীকে উদ্ধার ও চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। পুলিশ (হোয়াইটফিল্ড) ডেপুটি কমিশনার আব্দুল আহাদ জানিয়েছেন, ধৃত চারজনের বিরুদ্ধে পকসো আইনে ও ভারতীয় দন্ডবিধির সংশ্লিষ্ট অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে। আহাদ জানিয়েছেন, তিন অভিযুক্তরে বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। অন্যদিকে, চতুর্থ অভিযুক্তর বয়স ৫৫। সে লজটি চালাত। প্রধান অভিযুক্ত হোয়াইটফিল্ডে একটি চায়ের দোকানের মালিক। সে গত ২৬ অক্টোবর বন্ধুত্ব পাতিয়ে ওই কিশোরীকে লজে নিয়ে যায়। গত ৩০ অক্টোবর কিশোরীর বাবা কে কে পুরম থানায় মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন।