যোধপুর: ব্লু হোয়েল চ্যালেঞ্জের শেষ ধাপে পৌঁছে ঝিলের জলে ডুবে আত্মহত্যার চেষ্টা করেন। সে বার তাঁকে বাঁচিয়ে দেওয়া যায়। গতকাল যোধপুরের সেই মেয়েটি আবার আত্মহননের চেষ্টা করেছেন। বাড়িতে থাকা বেশ কিছু ট্যাবলেট খেয়ে নিয়েছেন তিনি।


ওই তরুণীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, আইসিইউ-তে চিকিৎসা চলছে তাঁর।

চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটি হতাশায় ভুগছেন, তাঁর কাউন্সেলিং হবে। তিনি বিপন্মুক্ত তবে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলি কীভাবে কাজ করছে দেখা হচ্ছে।

সোমবার গভীর রাতে যোধপুরের কৈলানা ঝিলের পাশে বেশ কিছুক্ষণ ধরে নিজের স্কুটারে ঘোরাফেরা করছিলেন ১৭ বছরের ওই তরুণী। শেষমেষ ঝাঁপ দেন। পুলিশ তাঁকে উদ্ধার করলে তিনি বলেন, ব্লু হোয়েলের দেওয়া কাজ শেষ না করলে তাঁর মাকে মেরে ফেলা হবে। ঝিলে লাফিয়ে পড়ার আগে তিনি ছুঁড়ে ফেলে দেন তাঁর মোবাইল ফোনটি।

তাঁকে তাঁর বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়। ফের গতকাল রাতে এই ঘটনা।