বেরিলি (উত্তরপ্রদেশ): মিস ওয়ার্ল্ড খেতাব পাওয়ার পরই বেরিলির পাট চুকিয়ে পাকাপাকি সপরিবারে মুম্বই চলে যান প্রিয়ঙ্কা চোপড়া। দেখতে দেখতে ১৭টা বছর কেটে গিয়েছে। কিন্তু বেরিলির ভোটার তালিকায় রয়ে গিয়েছিল বলিউড অভিনেত্রী ও তাঁর মা মধু চোপড়ার নাম। এতদিন বাদে নাম কেটে দেওয়া হল তাঁদের, জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ক্যাপ্টেন আর বিক্রম সিংহ।
বেরিলির ৫৬ নম্বর ওয়ার্ডের ভোটার লিস্টে দুজনের নাম ছিল। স্থানীয় এক বাসিন্দাই কর্তৃপক্ষের গোচরে বিষয়টি আনেন যে, ওখানে থাকেন না, কিন্তু ভোটার তালিকায় রয়েছে প্রিয়ঙ্কা, তাঁর মায়ের নাম। তারপরই ব্লক লেভেল অফিসারের কাছে রিপোর্ট চাওয়া হয়। রিপোর্টের ভিত্তিতেই নাম কেটে দেওয়া হয় তাঁদের।
প্রশাসনিক কর্তাদের বক্তব্য, ২০১২ সালে প্রিয়ঙ্কার বাবা প্রয়াত কর্নেল অশোক চোপড়া জেলা প্রশাসনকে চিঠি দিয়ে তাঁর পরিবারের মু্ম্বই চলে যাওয়ার কথা জানিয়েছিলেন। যদিও তারপরও ভোটার তালিকায় নাম থেকে যায় প্রিয়ঙ্কাদের। বেরিলি স্টেশনের কাছে প্রিয়ঙ্কার বাড়ি সেই থেকে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে।