সোনামুড়া: ত্রিপুরার সিপাহিজালা জেলার সোনামুড়া থানা এলাকার নাজুরপুরা গ্রাম থেকে ১৮ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূ্ত্রে খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালায় পুলিশ। ধরা পড়ার পর জেরার মুখে ওই বাংলাদেশীরা প্রথমে দাবি করে তারা ভারতীয়। জাল আধার কার্ডও দেখায় তারা। তবে পরে ধৃতরা স্বীকার করে, তারা বাংলাদেশের নাটোর জেলার বাসিন্দা। তারা কাজের খোঁজে চেন্নাইয়ে যাচ্ছিল।
পুলিশ সূত্রে খবর, নাজুরপুরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গত তিন দিনে বাংলাদেশ থেকে অন্তত ২,৫০০ লোক অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছে। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। ধৃত ১৮ জনকে জেরা করেছেন ডিজিপি এ কে শুক্ল ও পুলিশ সুপার সুদীপ্ত দাস।
ত্রিপুরায় গ্রেফতার ১৮ বাংলাদেশী অনুপ্রবেশকারী
Web Desk, ABP Ananda
Updated at:
30 Oct 2017 03:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -