আমদাবাদ:গুজরাতের আমদাবাদের সারনে মানুষ শিকারের দায়ে ১৮ সিংহের বিরুদ্ধে বিচার! মামলায় কোনও একটি সিংহ দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। কোনও একটি চিড়িয়াখানায় তাকে সাজার মেয়াদ কাটাতে হবে। সন্দেহভাজনদের সবাই এশিয় সিংহ। নির্দোষদের ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
সিংহ বিশ্বে বিরল প্রজাতির প্রাণী। জনবসতি বিস্তারের চাপে তারা নিজেদের বাসভূমি হারিয়ে ফেলছে দ্রুতহারে। আর এরফলে মুখোমুখি হয়ে যাচ্ছে মানুষ ও সিংহ।
গুজরাতে প্রায় ৪০০ এশিয় সিংহ রয়েছে। আফ্রিকার বাইরে সারা বিশ্বে এই প্রজাতির সিংহ আর নেই। ভারতের বন্যপ্রাণী সংক্রান্ত আধিকারিকরা জানিয়েছেন, গির ন্যাশনাল পার্কেই ওই সিংহদের বেশিরভাগ রয়েছে। ওই পার্কে ২৭০ টি সিংহ থাকতে পারে। যদিও সেখানে প্রায় ৪০০ সিংহ রয়েছে। সুপ্রিম কোর্ট সম্প্রতি বাড়তি সিংহদের অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিয়েছে। যদিও সেই নির্দেশ এখনও পালন করা হয়নি।
বিগত কিছুদিনে আবরান্ডি,দুধিয়া গ্রামে চার ব্যক্তি সিংহের শিকার হয়েছে। তাদের হামলায় জখম হয়েছে আরও ছয় জন। বন বিভাগের আধিকারিকরা এই ঘটনায় অভিযুক্ত ১৮ সিংহকে ধরে জুনাগড়ের একটি চিড়িয়াখানায় রেখেছেন।
এখন নর শিকারে দোষী সিংহকে খুঁজে বের করতে সাহায্য নেওয়া হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিরও। তাদের থাবার ছাপ পরীক্ষা করে দেখা হচ্ছে। এই ফরেনসিক পরীক্ষায় প্রাপ্ত তথ্য বন বিভাগের বিশেষ বোর্ডের কাছে পেশ করা হবে। বন্যপ্রাণ বিশেষক্ষ রুচি দাভে জানিয়েছেন, সিংহগুলির আচরণও পরীক্ষা করে দেখা হচ্ছে। নরখাদক সিংহ স্বাভাবিকভাবেই মানুষকে দেখে ক্ষিপ্ত হয়ে উঠবে।
গুজরাতের বন বিভাগের পদস্থ আধিকারিক জানিয়েছেন, দোষী সিংহকে শনাক্ত করা গিয়েছে।তবে এখন নয়টি সিংহের পরীক্ষা বাকি রয়েছে।সব পরীক্ষা রিপোর্ট পাওয়ার পরই দোষীকে সাজা দেওয়া হবে।
মানুষ শিকারে অভিযুক্ত ১৮ সিংহের বিচার! দোষীর হবে যাবজ্জীবন সাজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jun 2016 09:37 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -