মুম্বই: বয়স মাত্র ১৮ মাস। কিন্তু শরীরের ওজন এখনই ২২ কিলোগ্রাম। বিরল রোগে আক্রান্ত শিশুটির চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকদের মতে, ভারতে এই ধরনের ঘটনা এর আগে মাত্র একবারই দেখা গিয়েছে।


 

শ্রীজিত হিঙ্গানকর নামে ওই শিশুটি পুণের বাসিন্দা। তার মা রুপালি জানিয়েছেন, জন্মের সময় তার ওজন ছিল আড়াই কেজি। ৬ মাস বয়সে তার ওজন বেড়ে হয় ৪ কেজি। এরপরেই অস্বাভাবিকভাবে ওজন বাড়তে থাকে। ১০ মাসেই ওজন হয়ে যায় ১৭ কেজি। আর এখন ২২ কেজি।

 

শুধু ওজন বেড়ে যাওয়াই শ্রীজিতের একমাত্র সমস্যা নয়। তার মায়ের বক্তব্য অনুয়ায়ী, সে মাঝেমধ্যেই শ্বাসকষ্টে ভোগে। নিজে থেকে বসতে বা দাঁড়াতে পারে না। খেতে না দিলেই চিৎকার করতে থাকে এবং কাঁদে। এই কারণেই তার বাবা-মা চিকিৎসকদের দ্বারস্থ হন।

 

শ্রীজিতের চিকিৎসা করছেন অভিষেক কুলকার্নি। তিনি জানিয়েছেন, লেপটিন নামে একটি হরমোনের অভাবে ভুগছে শ্রীজিত। এর ফলে তার মস্তিষ্ক বুঝতে পারছে না কখন পাকস্থলি ভর্তি হয়ে গিয়েছে এবং খাওয়া থামানো উচিত। এই চিকিৎসা ভারতে সম্ভব নয়। ব্রিটেন থেকে ওষুধ আনাতে হবে। ঠিকমতো চিকিৎসা না হলে শিশুটির সমস্যা বাড়বে। এখনই উচ্চ রক্তচাপের জন্য তাকে ওষুধ দিতে হয়। ভবিষ্যতে আরও নানা রোগ বাসা বাঁধতে পারে তার শরীরে।

 

এর আগে এদেশে একটি মেয়ে এই রোগে আক্রান্ত হয়েছিল। রিষা আমারা নামে ওই মেয়েটির বাড়ি কর্ণাটকে। গত বছর ৯ মাস বয়সি ওই মেয়েটির ওজন ছিল ১৮ কেজি। কেমব্রিজ হাসপাতালে এখন তারা চিকিৎসা চলছে। তার ওজন ২ কেজি কমেছে। উপযুক্ত চিকিৎসা হলে শ্রীজিতও সেরে উঠতে পারে বলেই মত চিকিৎসকের।