নয়াদিল্লি: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় প্রার্থীদের মধ্যে ১৮৯ জনই কোটিপতি। ১১৬ জনের বিরুদ্ধে অপরাধমূলক ধারায় মামলা রয়েছে। প্রার্থীদের পেশ করা হলফনামা থেকে এমনই জানা গিয়েছে।

উত্তরপ্রদেশ ইলেকশন ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) সংস্থার রিপোর্টে বলা হয়েছে, চতুর্থ দফার নির্বাচনে ৮৯টি রাজনৈতিক দলের মোট প্রার্থী সংখ্যা ৬৮০। এর মধ্যে ৬টি জাতীয় দল, পাঁচটি আঞ্চলিক দল এবং ৮৭টি অস্বীকৃত দল। ২০০ জন নির্দল প্রার্থীও আছেন। কোটিপতিদের মধ্যে ৪৫ জন বহুজন সমাজ পার্টির, ৩৬ জন বিজেপি-র, ২৬ জন সমাজবাদী পার্টির এবং ১৭ জন কংগ্রেসের। এছাড়া রাষ্ট্রীয় লোকদলের ৬ জন এবং ২৫ জন নির্দল প্রার্থীও কোটিপতি। সবচেয়ে ধনী নির্দল প্রার্থী সুভাষ চন্দ্র। তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ ৭০ কোটি টাকা। ১৭১ জন প্রার্থী তাঁদের প্যান সংক্রান্ত তথ্য জমা দেননি।

দাগি প্রার্থীদের মধ্যে ১৯ জন বিজেপি-র, ১২ জন বসপা-র, ৯ জন রাষ্ট্রীয় লোকদলের, ৮ জন কংগ্রেসের এবং ২৪ জন নির্দল।