মুম্বই: বৃষ্টি বিপর্যয়ের মধ্যেই মুম্বইয়ে আরেক বিপর্যয়!
বৃহস্পতিবার সকালে দক্ষিণ মুম্বইয়ের জে জে মার্গ হাসপাতাল লাগোয়া জনবহুল ভিন্ডিবাজার এলাকার পাকমোড়িয়া স্ট্রেটে ভেঙে পড়ে ১১৭ বছরের পুরনো ছয় তলা বাড়ি। মৃত ১৯। জখম ১২ জন। ধ্বংসস্তূপে অন্তত ৩০ জনের আটকে থাকার আশঙ্কা করছে প্রশাসন।
আজ সকাল ৮.৪০ নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।বৃহন্মুম্বই পুরসভার দাবি, ২০১১ সালে বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হলেও, সেখানে থাকছিল ১৩টি পরিবার।
ওই বাড়িতে শিশুদের একটি প্লেস্কুলও ছিল। কিন্তু শিশুরা এসে না পৌঁছনোয় বড় বিপদ এড়ানো গিয়েছে। ভারী বর্ষণের কারণেই বাড়িটি ভেঙে পড়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, মুম্বইয়ে গত দুদিন ধরে ভারি বৃষ্টি হচ্ছে। প্রবল বর্ষণে কয়েকজনের মৃত্যুও হয়েছে। গতকাল মুম্বইয়ের বিক্রোলি এলাকায় দুটি বাড়ি ভেঙে তিন জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতর আজও মুম্বই, দিল্লি সহ উত্তরভারতে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে।
ভেঙে পড়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। রাজ্যের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই জানান, প্রাথমিক দায়িত্ব হচ্ছে, ধ্বংসস্তূপ যত দ্রুত সম্ভব সরিয়ে আটকদের উদ্ধার করা। একবার তা সম্পন্ন হলে তদন্ত করা হবে।
তিনি জানান, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশের নেতৃত্বে একটি বিশেয় দল গঠন হবে। তদন্ত করার পাশাপাশি, ঘরছাড়াদের পুনর্বাসনের বন্দোবস্তও করা হবে।