বারাণসী: লক্ষ্মীপুজোর দিনেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বারাণসীর রাজঘাট সেতুতে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। আহত বেশ কয়েকজন, স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
প্রয়াত ধর্মীয় গুরু জয় গুরুদেবের ভক্তদের ডাকে এক অনুষ্ঠানে যোগ দিতে এদিন বারাণসী ও চান্দাউলির মধ্যে রাজঘাট সেতুতে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। বেলা দেড়টা নাগাদ ওই সেতুর ওপরেই ধাক্কাধাক্কির জেরে ঘটে যায় দুর্ঘটনা। মৃতদের মধ্যে ১৫ জন মহিলা বলে জানা গেছে।
বারাণসী এলাকার আইজি জানিয়েছেন, ওই অনুষ্ঠানে মাত্র ৩,০০০ ভক্তের যোগ দেওয়ার অনুমতি ছিল কিন্তু সমাবেশে জড়ো হন অন্তত ৭০,০০০ মানুষ। ভিড়ের চোটে শুরু হয় ধাক্কাধাক্কি, সেখান থেকে দুর্ঘটনা।
উত্তরপ্রদেশ সরকার মৃতদের পরিবারপিছু ২লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে, গুরুতর আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা করে।
ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে ধাক্কাধাক্কি, বারাণসীতে পদপিষ্ট হয়ে মৃত ২৪, আহত বহু
ABP Ananda, Web Desk
Updated at:
15 Oct 2016 05:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -