হরিদ্বার: হরিদ্বারে বাবা রামদেবের আশ্রমে যোগ প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন ১৯০০ বিএসএফ জওয়ান।

এক আধিকারিক জানিয়েছেন, বিএসএফ-এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল এপি মাহেশ্বরীর নেতৃত্বে ১৯০০ জন জওয়ান ১০ দিন ধরে যোগ শিক্ষা নেবেন।

প্রসঙ্গত, বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল কেকে শর্মা সম্প্রতি জওয়ানদের যোগ শেখার বিষয়ে জোর দেন। তিনি চান, বাহিনীর প্রতিটি লেভেলে যেন অন্তত একজন করে ট্রেনার থাকে। শর্মা বলেন, যোগব্যায়াম চাপমুক্ত হতে সাহায্য করে। নারী পুরুষ সকলের জন্যই যোগাভ্যাস অত্যন্ত প্রয়োজনীয়। বিএসএফ জওয়ানরা যেহেতু সীমান্ত রক্ষার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের চাপও তাই অত্যন্ত বেশি। সেই কারণেই জওয়ানদের যোগ অনুশীলনের কথা বলে তিনি।