১৭ আগস্ট প্রথম আন্তর্জাতিক রাখী বন্ধন উত্সব, জানাল আরএসএস
web desk, ABP Ananda | 30 Jul 2016 03:38 PM (IST)
নয়াদিল্লি: ধুমধাম করে আন্তর্জাতিক রাখী বন্ধন উত্সব পালন করা হবে। রাখী বন্ধনের আগের দিন ১৭ আগস্ট তালকাটোরা স্টেডিয়ামে ওই অনু্ষ্ঠান হবে। সেখানে বুদ্ধিজীবীদের পাশাপাশি প্রায় ৪০টি দেশ থেকে প্রতিনিধিরাও থাকবেন বলে জানালেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। এ ধরনের অনুষ্ঠান হবে এটিই প্রথম। বিশ্বগ্রাম ট্রাস্ট আয়োজিত দু দিনের এক অনুষ্ঠানের শেষে তিনি বলেন, প্রথম আন্তর্জাতিক রাখী বন্ধন উত্সবে সবাইকে স্বাগতম। এক অভূতপূর্ব, অভিনব অনুষ্ঠান হবে এটি। ৩০-৪০টির বেশি দেশের প্রতিনিধি, লেখক, বুদ্ধিজীবীরা সামিল হবেন। রাখী বন্ধন এমন এক অনুষ্ঠান, যা বহু আন্তর্জাতিক সঙ্কট সমাধানের রাস্তা দেখাতে পারে, এ এক সফল পরীক্ষা হবে, বলেন তিনি।