জম্মু: সীমান্তের ওপার থেকে ছুটে আসা গোলাগুলি, মর্টারের ভালই জবাব দিচ্ছে ভারতীয় সেনা। পাকিস্তান শিবিরে ধাক্কা দেওয়া গিয়েছে বলে জানাল সেনাবাহিনী। মঙ্গলবার জম্মুর রাজৌরির নৌশেরা সেক্টরে সকাল থেকেই পাকিস্তানি সেনারা একটানা হামলা চালায়। পাল্টা ভারতীয় সেনারাও উপযুক্ত জবাব দেয়। তাদের গুলিতে অন্তত ২-৩ জন পাক সেনা জওয়ান নিহত হয়েছে বলে দাবি করেছেন এক সেনা অফিসার।

ভারতীয় সেনা সূত্রে খবর, এদিন সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরও তীব্র গুলির লড়াই চলছে পাক বাহিনীর সঙ্গে। ছোট অস্ত্রের পাশাপাশি ৮২, ১২০ মিমি মর্টার শেলও সংঘর্ষে ব্যবহার করা হচ্ছে। সেনা অফিসারটি বলেন, সকাল দশটা থেকে যুদ্ধবিরতি ভেঙে রাজৌরির নৌশেরার নিয়ন্ত্রণ রেখা বরাবর আমাদের চৌকিগুলি নিশানা করে একতরফা গুলি চালাতে থাকে পাক সেনা। তবে মুখের মতো জবাব দিতে থাকে ভারতীয় জওয়ানরাও। আমাদের কাছে খবর আছে, আমাদের বাহিনীর প্রত্যুত্তরে দু-তিনজন পাক সেনা  নিহত হয়েছে। গুলিযুদ্ধ এখনও চলছে, আমাদের জওয়ানরা সমানে লড়ে যাচ্ছে।

এদিকে এদিন সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্তের কাছে আরএস পুরায় সুচেতগড় সেক্টরে সীমান্তের ওপার থেকে পাক রেঞ্জারদের ছোঁড়া মর্টার শেল ফেটে একটি পরিবারের ৬ জন মহিলা জখম হন। ডেপুটি কমিশনার (জম্মু) সিমরনজিত্ সিংহ বলেছেন, ওদের প্রাথমিক চিকিত্সা চলছে আরএস পুরা হাসপাতালে। অন্যত্র বদলি করা হবে ওদের।