নয়াদিল্লি: একই বায়োমেট্রিক ডেটা। কিন্তু ভিন নামে আধারের জন্য আবেদন।ইউআইডিএআই-এর এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হল। আধার আইনে এ ধরনের মামলা এই প্রথম।
অপরাধ দমন শাখার কাছে দায়ের করা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)-এর অভিযোগে বলা হয়েছে, একজন ব্যক্তি একই বায়োমেট্রিক তথ্য জমা দিয়ে দুটি ভিন্ন পরিচয়ে আধার প্রকল্পে নিজের নাম অন্তর্ভূক্ত করেছেন।
কেন্দ্রীয় সংস্থা ইউআইডিএআই বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক ডেটা সংগ্রহ করে এবং আধার কার্ড প্রদানের কাজ করে।
ইউআইডিএআই-এর অভিযোগে দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ওই দুই ব্যক্তিকে নোটিশ পাঠানো হবে। ওই দুইজনের মধ্যে একজন একটি প্রথমসারির নিউজনেটওয়ার্কের কর্মী।
পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, দুটি ব্যক্তির একই বায়োমেট্রিক ডেটা কীভাবে হতে পারে এবং এর পিছনে উদ্দেশ্য কী, তা জানতে তদন্ত করা হবে।
প্রগতি ময়দান ইউআইডিএআই-র আঞ্চলিক অফিসের ডেপুটি ডিরেক্টর রমেশ কুমার পুলিশকে বলেছেন, গত ১৮ মার্চ এক ব্যক্তি আধারের জন্য নিজের নাম তালিকাভুক্ত করেন এবং নিজের বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক ডেটা জমা দেন। ইউআইডিএআই-এর অভ্যন্তরীন পর্যালোচনায় দেখা যায়, গত ১৭ মার্চই অন্য এক ব্যক্তিও আগের ব্যক্তির মতো একই বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক তথ্য জমা দিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, একই ব্যক্তি দুটি ভিন্ন নামে নিজের নাম তালিকাভুক্ত করেছেন বা দুটি ক্ষেত্রে ভুয়ো তথ্য জমা দেওয়া হয়েছে।