নাইজেরিয়ায় অপহৃত ২ ভারতীয়র মুক্তি
Web Desk, ABP Ananda | 16 Jul 2016 11:50 AM (IST)
নয়াদিল্লি: নাইজেরিয়ায় অপহৃত ২ ভারতীয়র মুক্তি। গতমাসে নাইজেরিয়ার বেনু স্টেট থেকে অপহরণ করা হয় দুই ভারতীয়কে। আজ মুক্তি দেওয়া হয়েছে তাঁদের। সুরক্ষিত রয়েছেন দুজনেই, জানিয়েছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, দুই ব্যক্তি হলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা মঙ্গপুরী শ্রীনিবাস এবং কর্নাটকের বাসিন্দা কৌশল অনিশ শর্মা।। গত ২৯ জুন সকাল সাড়ে ১০ টা নাগাদ বেনু স্টেটের মাকুরদির কাছে বোকো নামক এলাকা থেকে অপহৃত হন তাঁরা। আপাতত সুরক্ষিত রয়েছেন দুজনেই। কথা বলেছেন পরিবারের সঙ্গেও। এর আগেই স্বরূপ জানিয়েছিলেন, ওই দুই ব্যক্তির অপহরণের ঘটনার সঙ্গে জঙ্গিগোষ্ঠী বোরো হারামের সম্পর্ক নেই। এরসঙ্গে স্থানীয় অপরাধীদের যোগ রয়েছে বলেই বিদেশ মন্ত্রকের অনুমান।