শ্রীনগর: কাশ্মীরের কুপওয়ারায় গতকাল নিরাপত্তাবাহিনী, জঙ্গি সংঘর্ষে চার সন্ত্রাসবাদী খতম হওয়ার পরও লড়াই শেষ হয়নি। রাতভর দু পক্ষের সংঘর্ষ চলেছে। আজ নতুন করে গুলিবিনিময় হয়। দুজন সেনা জওয়ান, দুজন পুলিশকর্মী নিহত হয়েছেন। গুলিতে জখম হয়েছেন এক পুলিশকর্মী। হাসপাতালে চিকিত্সা চলছে তাঁর। আপাতত তিনি সুস্থ আছেন বলেই খবর।
কুপওয়ারার আরামপোরায় গতকাল সেনার টহলদার টিমের ওপর সন্ত্রাসবাদীরা গুলি চালানোর পর তাদের সন্ধানে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার গতকালের রাত পেরিয়ে আজও চলছে বলে জানান নিরাপত্তাবাহিনীর এক মুখপাত্র।

এদিকে গতকাল গভীর রাতে পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের পুঞ্চের বালাকোট সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনার সামনের চৌকিগুলি, জনবসতি এলাকায় নির্বিচারে গুলিবর্ষণ করে। মর্টার হামলা চালায় তারা, ছোট অস্ত্র থেকেও গুলি চালায়। সমানে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাও। ভোররাত পর্যন্ত গুলিবিনিময় হয়।
গত ১৮ মার্চ পাক বাহিনী পুঞ্চের সীমান্তবর্তী গ্রামে মর্টার বোমা ফেলেছিল, যার বলি হন তিন নাবালক ভাই সহ একই পরিবারের পাঁচজন। দুই বোন মারাত্মক আঘাত পায়, যাদের বিমানে উড়িয়ে জম্মুতে নিয়ে আসা হয় চিকিত্সার জন্য। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে রাজ্যবাসীর স্বার্থে নিয়ন্ত্রণ রেখায় শান্তির আর্জি জানান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।