ভাতিন্ডা(পঞ্জাব): বাতিল নোট দেওয়ার সময় আলাদা করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার পঞ্জাবের ভাতিন্ডার একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ম্যানেজার এবং ক্যাশিয়ার।
পুলিশ জানিয়েছে, রামা মান্ডির বাসিন্দা পরভিন কুমার নামে এক ব্যক্তি পুলিশের কাছে ব্যাঙ্কের ম্যানেজার মণীশ ভারতী এবং কোষাধ্যক্ষ গৌরব গর্গের নামে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। পরভিনের অভিযোগ, বাতিল নোট পাল্টে দেওয়ার জন্য তাঁর কাছ থেকে ২০,০০০ টাকা দাবি করেন ব্যাঙ্ক ম্যানেজার। তিনি জানান, তাঁর বাতিল ১ লক্ষ টাকার বিনিময়ে ৮০,০০০ টাকার নতুন নোট দেয় ব্যাঙ্ক। নোট বদলে দেওয়ার জন্য ২০,০০০ টাকা কেটে নেন ম্যানেজার। শুধু তাই নয়, পরভিন এবং অন্যান্য গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও উঠেছে ম্যানেজারের বিরুদ্ধে।
পরভিনের অভিযোগে ব্যাঙ্ক ম্যানেজার এবং ক্যাশিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।
১ লাখ বদলাতে ২০ হাজার চার্জ ! গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজার, ক্যাশিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
02 Dec 2016 06:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -