দলাই লামার সফরের মধ্যেই বুদ্ধগয়ায় উদ্ধার ২ টি বোমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jan 2018 09:22 AM (IST)
বুদ্ধগয়া: বিহারের বুদ্ধগয়ার কালাচক্র এলাকায় তীর্থযাত্রী কেন্দ্রের কাছ থেকে ২টি বোমা উদ্ধার। ওই এলাকাতেই দলাই লামা থাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সূত্রে খবর, গতকাল প্রথমে ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়ায়। পটনার আইজি এন এইচ খান এবং পটনা রেঞ্জের ডিআইজি বিনয় কুমারের নেতৃত্বে এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি। উদ্ধার হওয়া বোমাগুলিতে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা জানতে ডাকা হয়েছে ফরেনসিক টিম। পয়লা জানুয়ারি থেকে বুদ্ধগয়ায় রয়েছেন দলাই লামা। ইতিমধ্যেই তাঁর সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল সত্যপাল মালিক এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এক মাস ধরে তিনি বুদ্ধগয়ায় থাকবেন বলে জানা গিয়েছে। আইজি জানিয়েছেন, কালচিন্তন গ্রাউন্ডে একটি রান্নাঘরে ছোটখাটো একটি বিস্ফোরণ ঘটে। এতে দলাই লামার ভাষণ শুনতে আসা ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই তল্লাশি শুরু হয়। দলাই লামা তাঁর ভাষণ শেষ করার কিছুক্ষণ পরে এই বিস্ফোরণ ঘটে।