শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানি সেনাবাহিনীর। আজ সকাল ৬.৫০ থেকে পুঞ্চ জেলার কেরনি, দিগবর, শাহপুর সেক্টরে গোলাবর্ষণের পাশাপাশি গুলিও চালাতে শুরু করে পাক সেনা। এই ঘটনায় এক শিশু ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। অন্তত ৯ জন জখম। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিচ্ছে।


সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, নিহতরা হল দিগবরের কেরমা গ্রামের বাসিন্দা ইয়াসমীন আখতার নামে এক ১৫ বছরের কিশোরী এবং মোহল্লা কসবার বাসিন্দা আসরার আহমেদ নামে এক ৯ বছরের ছেলে। জখম হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে গিয়ে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


সেনাবাহিনী সূত্রে খবর, এ বছর এখনও পর্যন্ত ৪৪০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাক সেনাবাহিনী। পুঞ্চে গত সপ্তাহেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে তারা। আজ ফের বিনা প্ররোচনায় ভারী গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। ভারতীয় সেনা কড়া জবাব দিচ্ছে। এই ঘটনার জেরে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।


দুই সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, এই দুর্ভাগ্যজনক যে পাক গোলাবর্ষণের শিকার হতে হল দুই তরতাজা প্রাণকে। ঘটনায় আহতদের চিকিৎসার বন্দোবস্ত নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।


অন্যদিকে, রাজৌরি সেক্টরে পাক স্নাইপারের গুলিতে জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান। বাহিনীর তরফে জানানো হয়েছে, এদিন সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ পাকিস্তানের মোহরা পোস্টের উল্টোদিকের একটি ছাউনিতে পাহারা দিচ্ছিলেন এস রামাচারী নামে ওই জওয়ান।


জানা গিয়েছে, তার হাতে ও পেটে আঘাত লেগেছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।