ফের কর্তব্যরত অবস্থায় আক্রান্ত, কেরলে দুটি আঙুল কাটা গেল পুলিশকর্মীর, গ্রেফতার ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Apr 2020 06:28 PM (IST)
পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, একটি আবাসনে বেআইনিভাবে প্রচুর মদ মজুত করা হয়েছে। অভিযান চালাতে গেলে আক্রান্ত হয় পুলিশ।
তিরুঅনন্তপুরম: পঞ্জাবের পাতিয়ালার পর কেরলের উপ্পাথারা। ফের কর্তব্য করতে গিয়ে আক্রান্ত পুলিশ। এবার বেআইনিভাবে মদ মজুত করার অভিযোগ পেয়ে অভিযান চালাতে গিয়ে দম্পতির হাতে আক্রান্ত হল পুলিশ। এক পুলিশকর্মীর হাতের দুটি আঙুল কাটা গেল! ঘটনাটি কেরলের উপ্পাথারার। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, একটি আবাসনে বেআইনিভাবে প্রচুর মদ মজুত করা হয়েছে। অভিযান চালাতে গেলে আক্রান্ত হয় পুলিশ। দুই পুলিশকর্মী – থমাস জন (৩৪) ও আনিমন আয়াপ্পন (৩৩)-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আয়াপ্পন বলেছেন, ‘আমরা ওই দম্পতির বাড়িতে পৌঁছই এবং বেআইনি মদ আটক করি। তারপরই আমরা দেখি ওই পরিবারের সদস্যরা নর্দমা দিয়ে মদ ফেলে দিচ্ছে। আমরা ওদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হই। জনের দুটো আঙুল কেটে বাদ গিয়েছে।’ পুলিশকর্মীদের মারধর করার জন্য ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।