বালিয়া: ফের স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডব!
গরু চুরির অপবাদে দুই দলিতের মাথা মুড়িয়ে ঘোরানোর অভিযোগ উঠল হিন্দু যুব বাহিনীর সমর্থকদের বিরুদ্ধে। পরে, দুজনকে গ্রেফতার করে পুলিশ। পাল্টা হিন্দু যুব বাহিনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।
খবরে প্রকাশ, পুলিশে অভিযোগ করে নির্যাতিত দুই ব্যক্তির একজন উমা রাম জানান, গত সোমবার তিনি এবং সোনু নামে আরেকজন গরু নিয়ে যাচ্ছিলেন। এমন সময়ে হিন্দু যুব বাহিনীর কয়েকজন সমর্থক তাঁদের পথ আটকে দাঁড়ায়।
অভিযোগ, হিন্দু যুব বাহিনীর লোকজন তাঁদের পাকড়াও করে মাথা মুড়িয়ে গলায় চাকা ঝুলিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, চাকায় প্ল্যাকার্ড সাঁটিয়ে দেওয়া হয়, যাতে লেখা ‘আমরা গরু চোর’। এভাবে তাঁদের রাসরা শহরে ঘোরানো হয় বলে অভিযোগ করেন উমা রাম। তিনি যোগ করেন, এরপর প্রবীণ শ্রীবাস্তব নামে বাহিনীর এক সদস্য তাঁদের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগও দায়ের করে।
এদিকে, উমার অভিযোগের ভিত্তিতে ১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করে পুলিশ। সকলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তফশিলি জাতি ও উপজাতি আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।