ইটানগর: ফের বৃষ্টির ফলে নতুন করে ধস নামায় আরও ২ জনের মৃত্যু হয়েছে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। এই নিয়ে ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯।
সংবাদসংস্থা সূত্রে খবর, ভারী বৃষ্টির ফলে এদিন তাওয়াং শহরের থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে তাওয়াং-লুমলা সড়ক সংলগ্ন থংলেং গ্রামে ধস নামে বলে জানিয়েছেন অতিরিক্তি জেলা কালেক্টর লড গাম্বো। তিনি জানান, ধসের ফলে অন্তত ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে নিহতরা যে বাড়িতে ছিল, তা ভেসে গিয়েছে।
গতকাল তাওয়াংয়ের ফামলা গ্রামে ধস নামার ফলে একজন সুপারভাইজর ও ১৬ জন শ্রমিক মারা যান। যারা মারা গিয়েছেন তাঁরা মূলত অসম ও নেপালের বাসিন্দা ছিলেন। রোজগারের জন্য অরুণাচলে এসেছিলেন। তার আগে নামসাই জেলায় জেংথু নদীতে ডুবে গত ১৭ তারিখ একজনের মৃত্যু হয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু তাওয়াংয়ে গিয়ে সেখানকার বন্যা-পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে আবহাওয়া প্রতিকূল হওয়ায় তিনি হেলিকপ্টারের পরিবর্তে সড়কপথে ইটানগরে পৌঁছন। গোটা রাজ্যের সার্বিক বন্যা-পরিস্থিতি নিয়ে বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছেন।
জানা গিয়েছে, রাজ্যের বেশিরভাগ জেলাই বন্যায় প্রভাবিত হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাওয়াং। পাশাপাশি, অনজো, চাংলাং, লোয়ার সুবানসিরি এবং পূর্ব সিয়াং জেলাগুলিতেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে।
ফের ধস অরুণাচলে, মৃতের সংখ্যা বেড়ে ১৯
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2016 12:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -