সহর্ষ (বিহার): বিহারের সহর্ষে ৩ দিনের ব্যবধানে ৩ সন্তানকে হারাল এক পরিবার।
৯ বছরের বালক চিরাগ ১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। গতকাল তার দুই বোন খবর পায়, রেললাইনের ধারে তার দেহ পড়ে আছে। খবরের সত্যতা জানতে ছুটে যায় তারা। সঙ্গে ছিল এক বন্ধু।
ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের শকে তিনজনেরই মৃত্যু হয়। সম্ভবত তাদের ভাইও মারা গিয়েছে একইভাবে।
মৃত দুই বোনের নাম মুসকান ও নিধি। তাদের বন্ধু কোমলও মারা গিয়েছে একসঙ্গে।
১ তারিখ ঘুড়ি ওড়াতে ওড়াতে বাড়ি থেকে বেরিয়ে যায় চিরাগ। তারপর থেকে তার আর কোনও খোঁজ না মেলায় বাড়ির লোক পুলিশে নিখোঁজ ডায়রি করেন। গতকাল স্থানীয় এক বাসিন্দা সদর থানার আওতায় নির্জন একটি এলাকায় তার দেহ দেখতে পেয়ে সকলকে খবর দেন। তা শুনে ছুটে দেখতে গিয়ে তার দুই দিদিরও মৃত্যু হল।
সবকটি দেহই ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ভাইয়ের দেহ পড়ে আছে শুনে দেখতে গিয়ে বিহারে তড়িদাহত ২ বোন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jan 2018 12:05 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -